HS Geography Suggestion 2024


উচ্চ মাধ্যমিক 2021 ভূগোল সাজেশন

HS Higher Secondary 2021 Geography Suggestion

========================================================================
========================================================================

PHYSICAL GEOGRAPHY (35 Marks)


১. ভাদোস স্তর কাকে বলে? টম্বোলা কি? সার্ফ কাকে বলে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণ লেখ। অ্যাকুইফার কি? বিভিন্ন ধরনের সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ করো। প্রবাল প্রাচীর কাকে বলে?


২. পার্থক্য লেখ: সামুদ্রিক বাঁধ ও স্পিট, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড, রিয়া ও ফিয়র্ড উপকূল, মোনাডনক্ ও ইনসেলবার্জ, কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী, আলফা বৈচিত্র ও বিটা বৈচিত্র।


৩. ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত‘ বলতে কী বোঝায়? ডেভিস–এর শুষ্কতার ক্ষয়চক্রের যৌবনাবস্থার বৈশিষ্ট্য গুলি লেখো। স্বাভাবিক ক্ষয় চক্র বলতে কী বোঝায়? পুনর্যৌবন লাভের ফলে নদীর তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।


৪. টেরারোসা কী? বিশ্বের দীর্ঘতম চুনাপাথরের গুহা নাম কি? পুরাদেশীয় বাঁধ কী? বাজদা/টর কাকে বলে? সমপ্রায় ভূমি কাকে বলে? চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রক গুলি কি কি?



 SUGGESTION GROUP 

Comments

Popular posts from this blog

HS Philosophy Suggestion 2024

Madhyamik 2025 Bengali Suggestion

Madhyamik 2025 History Suggestion