Madhyamik 2025 Physical Science Suggestion


মাধ্যমিক 2025  ভৌত বিজ্ঞান সাজেশন

Madhyamik  2025  Physical Science Suggestion

============================================================================

পরিবেশের জন্য ভাবনা (5 Marks)

১. ট্রপোপজ কাকে বলে? কোন জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? বজ্র পদার্থ থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় ?

২. বায়ুর উষ্ণতা আর তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। ওজন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

৩. কাকে ‘Super Ice’ বলা হয় এবং কেন? কয়েকটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। গ্রীন হাউস এফেক্ট বলতে কি বোঝায় ? বায়োমাস কী?

গ্যাসের আচরণ (8 Marks)

১. বয়েল/চার্লস সূত্রটি বিবৃত কর এবং এর গাণিতিক রূপ লেখো। বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে লেখো।

২. গ্যাসের অনুগুলির গতির সাপেক্ষে যুক্তি দাও। গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো।

৩. পরমশূন্য উষ্ণতা কাকে বলে? আদরূ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে, গ্যাসের ঘনত্ব, d=PM/RT. কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

৪. 300K উষ্ণতায় 760 mm Hg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm³। NTP তে ওই গ্যাসের আয়তন কত হবে? বাস্তব গ্যাস গুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখ।

৫. 300K উষ্ণতায় ও 570 mm Hg চাপে 2.2 g CO2 গ্যাসের আয়তন নির্নয় করো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলি লেখ।

_________________________________________________________________________________

Comments

Post a Comment

Popular posts from this blog

HS Philosophy Suggestion 2024

Madhyamik 2025 Bengali Suggestion

Madhyamik 2025 History Suggestion