West Bengal Madhyamik 2025 Mathematics Suggestion


মাধ্যমিক 2025 গণিত সাজেশন

West Bengal Madhyamik 2025 Mathematics Suggestion

১. একই সরল সুদের হারে কোন আসল 4 বছরে সুদে মূলে 1056 টাকা এবং 7 বছরে সুদে মূলে 1248 টাকা হয় সুদের হার ও আসল নির্ণয় করো।

২. রথীন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10 শতাংশ এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করো।

৩. কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা হয় এবং 4 বছরে সুদে-আসলে সহজে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো।

৪. আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতিবছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকেও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা দিয়েছিলেন?

৫. কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদে দেয়। ওই ব্যাংকে দীপ বাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার তিন মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে তিনি শুধু এ আসনে মোট কত টাকা পাবেন?

৬. বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের ¼ অংশ হবে? কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সুদে-আসলে 496 টাকা এবং 5 বছরে সুদে-আসলে 560 টাকা হলে ওই টাকার পরিমাণ ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।

৭. রমেনবাবু মোট 370000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%; 1 বছর পর তার তিনটি ব্যাংকে সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন?

_________________________________________________________________________________

Comments

Post a Comment

Popular posts from this blog

HS Philosophy Suggestion 2024

Madhyamik 2025 Bengali Suggestion

Madhyamik 2025 History Suggestion